দেশজুড়ে
স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা, ইউপি সদস্যের স্বামীসহ গ্রেফতার ৫
ঢাকা অর্থনীতি ডেস্কঃ জমি নিয়ে বিরোধের জের ধরে লালমনিরহাটে নবম শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে মেরে ফেলেছেন ইউপি সদস্য দুলালী বেগমের স্বামী একরামুল হক। এ সময় আহত হয়েছেন স্কুলছাত্রীর বাবা-মাসহ চারজন।
সোমবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শীবেরকুটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পাঁচজনকে আটক করেছে পুলিশ।
নিহত স্কুলছাত্রীর নাম লাকী খাতুন। সে ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কুলাঘাট ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য দুলালী বেগমের স্বামী একরামুল হকের সঙ্গে স্কুলছাত্রী লাকীর বাবা নজরুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন।
সোমবার সকালে ভাড়াটে লোক নিয়ে ওই জমির দখল নিতে যান একরামুল হক। তখন জমি দখলে বাধা দিলে নজরুল ইসলামের ওপর হামলা চালান একরামুল ও তার লোকজন। বাবা নজরুলকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয় স্কুলছাত্রী লাকী ও তার মা কুলসুম বেগম (৩৫) এবং ফুফু সমর্থ বানু (৪০)। গুরুতর আহত অবস্থায় তাদের চারজনকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক লাকীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। আহত অন্যরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নবম শ্রেণির ছাত্রী লাকী খাতুন নিহত হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যের স্বামীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।