খেলাধুলাপ্রধান শিরোনাম
সৌরভ গাঙ্গুলি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
প্রাথমিকভাবে জানা গেছে হার্ট অ্যাটাক হয়েছে তার।
শনিবার (২ জানুয়ারি) সকালে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরপর দ্রুত দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে ইসিজি করানো হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
/আরএম