খেলাধুলা
সৌম্যর সেঞ্চুরির পরেও হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঘুরে দাঁড়ানোর মিশনে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে সৌম্য সরকারের সেঞ্চুরিতে ২৯১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য ২৯২ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড।
এর আগে, নেলসনে ১১ রানের মাথায় ভাঙে বাংলাদেশর উদ্বোধনী জুটি। এনামুল হক বিজয় ফেরেন ২ রানে। উইকেটে থিতু হতে পারেননি শান্ত-লিটন-তৌহিদরা। প্রতিরোধের আভাস দিলেও মুশফিকুর রহিম ৪৫ রানে ধরেন প্যাভিলিয়নের পথ। তবে একপাশ আগলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। এই সেঞ্চুরি ওডিআই’তে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
২২ চার ও ২ ছয়ে ১৬৯ রানে থামেন এই ওপেনার। টাইগার ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ১ বল বাকি থাকতেই ২৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জবাবে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। উদ্বোধনী জুটিতেই অর্ধশতরানের পার্টনারশিপ যোগ করেন তারা। ৪৫ রানে রাচিনকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ।
/এএস