বিশ্বজুড়ে
সৌদি-তুরস্ক-ফিলিস্তিনের সাথে বৈঠক জাস্টিন ট্রুডোর
ঢাকা অর্থনীতি ডেস্ক: সৌদি আরব, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনের কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
রোববার (১০ ডিসেম্বর) রাজধানী অটোয়ায় হয় এ বৈঠক। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ এ তথ্য জানান জাস্টিন ট্রুডো।
পোস্টে ট্রুডো লিখেন, বৈঠকে আলোচনা হয়েছে ইসরায়েল-ফিলিস্তিন চলমান ইস্যু নিয়ে। সব পক্ষের কথাই শুনেছেন তিনি।
কানাডা মনে করে, ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষের মানুষেরই শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাসের অধিকার রয়েছে। দু’পক্ষের আধিকার রক্ষায় সমান সমর্থন আছে কানাডার। তবে চলমান ইস্যুতে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও।
/এএস