দেশজুড়েপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
সৌদি জাজান শহরের বিমানবন্দরে ড্রোন হামলা, ৩ বাংলাদেশিসহ আহত ১০
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সৌদি আরবের জাজান শহরের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইয়েমেন সীমান্তবর্তী এ অঞ্ঝলে সৌদির একটি বিমানবন্দর অবস্থিত।
আল-জাজিরার এক প্রতদিবেদনে এমনটি বলা হয়।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কিং আব্দুল্লাহ বিমানবন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্রের বরাত দিয়ে এসপিএ বলেছে, প্রজেক্টাইলটি একটি ড্রোন থেকে ছোঁড়া হয়েছে, এতে বিমানবন্দরের বেশকিছু জানালা ভেঙেছে এবং অনেকে আহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আহতদের মধ্যে ছয়জন সৌদি আরবের, তিনজন বাংলাদেশি এবং একজন সুদানী ছিলেন। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেলেও বাকি পাঁচ জনের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার বিস্তারিত আর কিছু জানা যায়নি।
এর আগে, বুধবার একই রাজ্যের আভা বিমানবন্দরকে লক্ষ্য করে ছোঁড়া একটি বিস্ফোরক বোঝাই ড্রোন আটক করা হয়। এসময় চারজনের আহত হওয়ার খবর পাওয়া যায়।
গেল ৩১শে আগস্ট একই বিমানবন্দরে আরও একটি ড্রোন আঘাত হানে, এতে আটজন আহত হয় এবং একটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্থ হয়।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমের পাহাড়ি এলাকায় অবস্থিত আভা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান বলে বিবেচিত।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি, তবে সম্প্রতি সৌদি লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে। দীর্ঘদিন ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করে আসছে।
উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে অবস্থান নিয়ে সৌদি আরব ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ করে।
/আরএইচএস