খেলাধুলা

সৌদির প্রথম নারী আন্তর্জাতিক রেফারি

ঢাকা অর্থনীতি ডেস্ক: আল–আসমারিকে সৌদি আরবের ইতিহাসে প্রথম নারী আন্তর্জাতিক রেফারি হিসেবে তাঁকে নিয়োগ দিয়েছে ফিফা। সৌদি আরবের নারী ফুটবল দলের আন্তর্জাতিক অভিষেক হয় গত বছর ফেব্রুয়ারিতে মালদ্বীপে একটি প্রীতি টুর্নামেন্টে। এর এক বছরেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সৌদি আরবের নারী রেফারিও উঠে এলেন।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরব ২০৩০ বিশ্বকাপের সহ–আয়োজক হতে চায়। রক্ষণশীল এই দেশটি সেজন্য ফুটবলে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাকে নিজেদের ক্লাব ফুটবলে উড়িয়ে এনেছে। লিওনেল মেসিকেও আনা হবে কি না, তা নিয়েও জোর গুঞ্জন ও আলোচনা হচ্ছে। নারী জাতীয় দলের অভিষেক হয়েছে তো আগেই। এবার বিশ্বকে নারী রেফারিও উপহার দিল সৌদি আরব।

আসমারি এএফপিকে বলেছেন, ‘সৌদি আরবের খেলাধুলার ইতিহাসে প্রথম নারী রেফারি হিসেবে আন্তর্জাতিক ব্যাজ পেয়ে আমি আনন্দিত।’ ফিফা সৌদির আট রেফারির যে প্যানেল ঘোষণা করেছে সেখানে জায়গা করে নিয়েই ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী আসমারি।

Related Articles

Leave a Reply

Close
Close