বিশ্বজুড়ে

সৌদির তেলসম্পদে হামলা বিশ্বব্যাপী প্রভাব ফেলবে-সৌদি বাদশাহ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গত মাসের সৌদি আরবের তেলসম্পদের ওপর যে হামলা হয়েছে, তা বিশ্বব্যাপী তেল সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তায় বিরূপ প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন সৌদি বাদশাহ সালমান। ইরান সমর্থিত কোনো দল এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে সৌদি আরব।

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সম্মেলনে সৌদি বাদশাহ বলেন, ইরান সমর্থিত একটি দল গত মাসে সৌদি আরবের তেলসম্পদে যে ড্রোন হামলা চালিয়েছে, তা শুধু সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের জন্য নিরাপত্তা হুমকি নয়, বরং তা সামুুদ্রিক নিরাপত্তা ও বিশ্বব্যাপী তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি করছে।

সৌদি বাদশাহ এ সম্মেলনে আরো বলেন, এ অঞ্চলে আক্রমণাত্মক ও বিধ্বংসী যে কার্যক্রম চলছে, এ সম্মেলন তা রুখে দাঁড়াবে।

এদিকে তেহরান সৌদি আরবের তেলসম্পদে ড্রোন হামলায় তাদের সম্পৃক্ততার কথা বারবার অস্বীকার করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close