বিশ্বজুড়ে
সৌদিতে বিমান বাংলাদেশের ৭১ কর্মকর্তা-কর্মচারী আটক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ হাজীদের ফিরতি ফ্লাইট সুস্টহভাবে পরিচালনার কাজে সৌদিতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭১ জন কর্মকর্তা-কর্মচারীকে আটক করে রেখেছে দেশটির ইমিগ্রেশন।
আটকদের জেদ্দা বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে বলে জানা গেছে। সৌদিতে বিমানের স্টেশন সূত্র খবরটি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, এবারের ফিরতি হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমানের ওই কর্মকর্তা-কর্মচারীরা ভিসা পান। গত ৭ আগস্ট যাওয়ার শর্তে তাদের ভিসা দেয় সৌদি কর্তৃপক্ষ। কিন্তু বিমানের ওই কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত তারিখে যাননি। তারা রোববার বিমানের একটি ফ্লাইটে জেদ্দা পৌঁছান। এ সময় সৌদি ইমিগ্রেশন তাদেরকে আটকে দেয়। নির্ধারিত তারিখে না যাওয়ায় সেটিকে অবৈধ বলে ওই ৭১ কর্মকর্তা-কর্মচারীকে দেশে ফিরিয়ে আনার কথা বলে সৌদি কর্তৃপক্ষ। সোমবারের মধ্যে তাদেরকে ফেরত না আনলে আইনগত ব্যবস্থা নেয়ারও আলটিমেটাম দিয়েছে তারা।