বিশ্বজুড়ে
সৌদিতে একই নামের ২ বাংলাদেশি নিখোঁজ, দূতাবাসের বিজ্ঞপ্তি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সৌদি আরবে গিয়ে দুই বাংলাদেশি নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন তাদের পরিবার। পরিবারের দাবির প্রেক্ষিতে তাদের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
নিখোঁজ দুই ব্যক্তি হলেন, মো. আরিফুর রহমান (পাসপোর্ট নম্বর: বি ১৮৮৮১৮২) এবং আরিফুর রহমান (পাসপোর্ট নম্বর: বিএম ০৫৪৫৩১৪)।
বি এম ০৫৪৫৩১৪ পাসপোর্টধারী মো. আরিফুর রহমানের বাড়ি হবিগঞ্জের মাধবপুরের আনন্দগ্রামে। তার বাবার নাম মো. হাবিবুর রহমান, মায়ের নাম খুরশিদা বেগম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. আরিফুর রহমান প্রায় দুই বছর আগে সৌদি আরব গিয়েছেন। কিন্তু প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বি ১৮৮৮১৮২ পাসপোর্টধারী আরিফুর রহমানের বাড়ি নওগাঁ জেলার আত্রাইয়ের পাঁচুপুরে। তার বাবার নাম শুকবর আলী ও মায়ের নাম আম্বিয়া বিবি। তার জাতীয় পরিচয়পত্র নং ৬৪১০৩৭৩৭১৩০৩০।
আরিফুর রহমান সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি ২০১২ সাল থেকে সৌদি আরবে নিখোঁজ রয়েছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেলে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
জরুরি যোগাযোগ: ইমদাদুল হক, কনস্যুলেটের অনুবাদক কাম আইন সহকারী। মোবাইল নম্বর: ০৫০৮১০৫১৮৫।