বিশ্বজুড়ে

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় বিস্ফোরণে নিহত ২০

ঢাকা অর্থনীতি ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন অনেকে।

শনিবার (২৮ ডিসেম্বর) পুলিশ জানায়,  হামলার সময় একটি বাস ওই এলাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় মোগাদিসুর একটি ট্যাস্ক কালেকশন সেন্টারের বাহিরে বাসটি পৌছালে এ হামলা চালালো হয়। এ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এটি ছিলো বড় ধরনের গাড়ি বোমা হামলা। ঘটনাস্থলের চারপাশে মরদেহ ও রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিস্ফোরণে কত জন মানুষ মারা গেছে, তার সঠিক সংখ্যা বলা মুশকিল। প্রাথমিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ওই এলাকায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে বলেও জানান।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close