আমদানি-রপ্তানী
সোনাহাটে আমদানি রফতানি বন্ধ থাকবে টানা ১০ দিন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঈদুল ফিতর ও শবেকদর উপলক্ষে ১ থেকে ১০ জুন পর্যন্ত টানা ১০ দিন কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন (সিঅ্যান্ডএফ) এ সিদ্ধান্ত নেয়।
সিঅ্যান্ডএফ সাধারণ সম্পাদক মোস্তফা জামান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে কর্মরত কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা ছুটিতে থাকায় বন্দরের কার্যক্রম বিঘ্ন হতে পারে। তাই আমরা ১০ দিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ১১ জুন থেকে সোনাহাট স্থলবন্দরে যথারীতি সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
/আরএম