দেশজুড়েপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

সোনার ভরি দেড় লাখ টাকা ছাড়াল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে সোনার ভরি প্রথমবারের মতো দেড় লাখ টাকা ছাড়িয়েছে। সোমবার নতুন করে মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়ার পর দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানিয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

এ দফায় সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা। এটি দেশের ইতিহাসে সোনার এযাবৎকালের সর্বোচ্চ দাম।

চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে চতুর্থবারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এর আগে সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৯৪ টাকা বাড়ানো হয়। তাতে প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা দাম হবে ১ লাখ ১ হাজার ৯৩২ টাকা।

সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৯১৭ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে মঙ্গলবার কে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ১ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১৯০ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ১৫ টাকা দাম বাড়বে।

Related Articles

Leave a Reply

Chytré triky pro vaši kuchyni, zahradu a život: objevte naše nejlepší tipy a triky pro vaši každodenní rutinu. Uvařte si lahodné pokrmy a pěstujte si zeleninu jako profesionálové. Naše užitečné články vám pomohou vytvořit skvělý životní styl. Najdi brouka v lese za Hledání pěti hvězdiček Tradiční ukrajinské jídlo: recept na dušené Objeven neznámý důvod, proč Odhalte chybu: zkuste Optický klam s pandou: Tajemství hustých vlasů: Přidejte do svého jídelníčku sušené ovoce! Kdo je maminka mého Bláznivý optický Rychlý test IQ: najděte Tajemné šifrované obrázky: zde je několik klíčových hádanek 5 špatných návyků, které byste měli okamžitě opustit ve Chutné a levné: rychlý recept na pita khachapuri Jak rychle najít falešný pas: jednoduchý test úrovně Optický klam pro nejchytřejší: najdi písmeno S Najděte vtipnou Jen ti nejvšímavější si všimnou Získat nejnovější lifestylové tipy, kuchařské triky a užitečné články o zahradničení na našem webu! Najdete zde spoustu inspirace pro vylepšení svého každodenního života a získání nových dovedností. Buďte součástí naší komunity a objevujte společně s námi radost z jednoduchých, ale efektivních triků pro pohodlnější a zdravější život!
Close
Close