⤖끞귆ᩲ筲ꤗ鎆㳇槸稼ṩ䞚鄾쿱飮㹏麆멬廊흲㪝康ꦭꍥ帇₟鿞暢鞥拱樌⇗সোনার দাম কমলো | ঢাকা অর্থনীতি
আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

সোনার দাম কমলো

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমানো হয়েছে। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়াবে ৮৩ হাজার ২৮১ টাকা। যা এতদিন ছিল ৮৪ হাজার ৫৬৪ টাকা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

নতুন দাম অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ৮৪ হাজার ৫৬৪ টাকা হয়েছিল।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২২৫ টাকা কমে ৭৯ হাজার ৪৯০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমানো হয়েছে ১ হাজার ৫০ টাকা, এখন বিক্রি হবে ৬৮ হাজার ১১৮ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৪৫৪ টাকা।

রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

Related Articles

Leave a Reply

Recept na Návod na ústnu hygienu: dôležité indikácie 4 účinné spôsoby odstraňovania Bezpečnosť mamičky a dieťaťa v Innomed-Pologoviy Boudinok: Hlavná prioritou Ako pripraviť omáčku Sacebeli: Jednoduchý recept pre lahodnú omáčku Každodenné frázy, ktoré formujú sebavedomie vašeho dieťaťa: Ako ich Ako úspešne pestovať ružový zeler: osvedčené tipy a Ako precítiť, že vzťah sa blíži ku koncu: psychológ identifikoval Najpopulárnejšie letné sandále roku 2025 získali svoje meno 7 potravín, ktoré sú bohatšie na vitamín D než 15 Výhody okenných krytín 7 zdravých návykov, ktoré vás nechajú bez strachu starnúť Odhalené tajomstvá pizze so Plnené húbky zapané vo Vaječný šalát: rýchly a chutný recept Pravda o novostavbách: Prečo Rozhodovanie pri nákupe sadeníc 6 dôvodov prečo čoraz viac ľudí nechce mať deti Prečo menia pápeži Dôležitosť nevzdať sa dezertov pri chudnutí: Skutočnosti, ktoré málokto vie Lyžička tohto produktu je lepšia než antistarnutiové Zákazy a povolenia: Dovolenka dnes, 24. apríla pre Ako oznámiť Jedinečné recepty na lahodné Bez návratu: Perfektné zemiakové palacinky s Kráľovsky vyzerajúci živý plot: Návod na Opakovaná laserová
Close
Close