বিশ্বজুড়ে

সোনার খনির বাঁধ ভেঙ্গে নিহত ১৫

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি সোনার খনিতে বাঁধ ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া অনেকে নিখোঁজ রয়েছেন।

শনিবার(১৯ অক্টোবর) ভারী বৃষ্টির পর সাইবেরিয়ার ক্রাসনাইয়ার্স্কের সেইবা নদীর বাঁধ ধসে পড়ার পর খনি শ্রমিকদের থাকার ঘরগুলো তলিয়ে যায়, জানিয়েছে বিবিসি।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ১৪ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর।

বাঁধ ভেঙে নেমে আসা পানিতে বেশ কয়েকটি ছোট কাঠের ঘর ভেসে যায়, এগুলোতে শ্রমিকরা বাস করতো এমন ধারণা করা হচ্ছে বলে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে।

বাঁধটি ক্রাসনাইয়ার্স্ক শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে প্রত্যন্ত একটি এলাকায় অবস্থিত। এ এলাকাটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে পূর্ব দিকে চার হাজার কিলোমিটার দূরে।

নিখোঁজদের খোঁজে জরুরি বিভাগের বহু কর্মী তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজেও সহযোগিতা করছেন তারা।

বাঁধটি ধসে যাওয়ার পর সেইবা নদীর পানি বেড়ে ওই এলাকায় বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কুরাগিনো গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close