প্রধান শিরোনামভ্রমন
সোনাদিয়ায় শিল্প-কারখানা না করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
![](https://www.dhakaorthoniti.com/wp-content/uploads/2019/10/সোনাদিয়া-770x405.jpg)
ঢাকা অর্থনীতি ডেস্ক: সোনাদিয়ায় কোনো ধরনের শিল্প কারখানা স্থাপন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে (২০ অক্টোবর) তার কার্যালয়ে (পিএমও) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ এর ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেখার সময় সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন। এসময় কক্সবাজারের এ দ্বীপটিতে শুধুমাত্র ইকো ট্যুরিজম উন্নত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক জোন কতৃর্পক্ষ (বেজা) এই শিল্পনগরের বিভিন্ন আঙ্গিকগত দিক তুলে ধরে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন।
প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী গভীর মনযোগের সঙ্গে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রত্যক্ষ করেন এবং এই বিষয়ে বেশ কিছু নির্দেশ প্রদান করেন।
শেখ হাসিনা বেজা কতৃর্পক্ষকে শ্রমিকদের আবাসন এবং একইসাথে শিল্প এবং আইটি ক্ষেত্রের বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের বিষয়ে লক্ষ্য রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।