করোনাবিশ্বজুড়ে

সেলুনে গিয়ে করোনায় আক্রান্ত ১৪০ জন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি দীর্ঘ মেয়াদি হওয়ায় মাথার চুল নিয়ে অনেকেই পড়েছেন বিপাকে। অনেকে বাধ্য হয়েই যাচ্ছেন সেলুনে। এবার সেই সেলুন থেকে করোনায় আক্রান্ত হলেন ১৪০ জন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশৌরি রাজ্যে।

গ্রেট ক্লিপস নামক ওই হেয়ারস্টাইল সেলুনে কাজ করা একজন গত শনিবার করোনা পজিটিভ হন। পরে তার মাধ্যমে আক্রান্ত হন ৫৬ জন। একই সেলুনের আরো একজন করোনায় আক্রান্ত হয়ে আরো ৮৪ জনকে করোনা পজিটিভ করেন। এমনটাই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা। -খবর সিএনএনের।

এভাবেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। অবশ্য মে মাসের দ্বিতীয় সপ্তাহে যারা হেয়ারড্রেসার ও সেলুনে কাজ করেছেন এবং যারা সেখানে সেবা নিতে যান সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তারপরও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ।

সোমবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৬ হাজার ৪৩৬ জন। আর মারা গেছেন ৯৯ হাজার ৩০০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫১ হাজার ৭৪৫ জন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close