প্রধান শিরোনামবিশ্বজুড়ে

সেলফি তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ‘সেলফির তুলতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের। এরমধ্যে তিনজনই নারী। একজন আবার সদ্যবিবাহিত। সেলফি তোলার সময় বেখেয়ালে জলাধারে পড়ে মারা যান ওই চার জন।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর পাম্বারু বাঁধে।

যিনি ছবি তুলছিলেন, তিনি নিজে ঝাঁপ দিয়ে তার বোনকে বাঁচাতে সক্ষম হলেও, বাকি চার জনকে উদ্ধার করতে ব্যর্থ হন। মৃতদের মধ্যে রয়েছেন তার সদ্যবিবাহিত স্ত্রীও।

পুলিশ জানায়, রোববার (৬ অক্টোবর) তামিলনাড়ুর পাম্বারি বাঁধের কাছে কোমর পানিতে দাঁড়িয়ে ছয়জন পরস্পরের হাত ধরে সেলফি তুলছিলেন। সেসময় একজন পা পিছলে নীচে পড়ে গেলে, বাকিরাও পানিতে পড়ে যান। সেখানেই তাদের ৪ জনের মৃত্যু হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের এক সমীক্ষায় দেখা গেছে, ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সেলফি তুলতে গিয়ে সারা বিশ্বে প্রায় ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেকই ভারতের। এই তালিকায় ভারতের পরই রয়েছে রাশিয়া। পর্যায়ক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Close
Close