শিল্প-বানিজ্য

সেরা তালিকায় ৬ ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সারা বিশ্বের সেরা ১০০ সমুদ্রবন্দরের মধ্যে ৭০তম অবস্থানে থাকা চট্টগ্রাম সমুদ্রবন্দর ৬ ধাপ এগিয়ে এখন ৬৪তম অবস্থানে পৌঁছেছে।

শুক্রবার (২ আগস্ট) রাতে মেরিটাইম ওয়ার্ল্ডের বহুল জনপ্রিয় গণমাধ্যম ‘লয়েডস লিস্ট’ তাদের ওয়েভসাইটে এই তথ্য প্রকাশ করেছে।

লয়েডস লিস্ট অনুযায়ী বিশ্বের এক নম্বর সমুদ্রবন্দর হিসেবে অবস্থান রয়েছে চীনের সাংহাই বন্দরের। এই তালিকায় এখন বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দরের অবস্থান ৬৪তম। কন্টেইনার হ্যান্ডলিংসহ নানা ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক অবস্থানে চট্টগ্রাম বন্দরের অবস্থানের উন্নতি হচ্ছে বলে মনে করছেন বন্দর কর্মকর্তারা।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক সংবাদমাধ্যমে জানান, চট্টগ্রাম বন্দর এখন অনেক বেশি সমৃদ্ধ এবং অনেক বেশি সক্ষমতা রয়েয়ে। বন্দরে কনটেইনার হ্যান্ডলিং, ইকুইপমেন্ট, ইয়ার্ডসহ নানা ক্ষেত্রে বন্দরের উন্নতি ঘটেছে। ফলে বৈশ্বিক অবস্থানে চট্টগ্রাম বন্দর এগিয়েছে।

এদিকে লয়েডস লিস্ট অনুযায়ী আগের বছরের মতো দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর পোর্ট। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম অবস্থান চীনের বিভিন্ন বন্দরের দখলে রয়েছে এবার। তবে এর মধ্যে ষষ্ঠ অবস্থানে এসেছে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর। ১০ম অবস্থানে মধ্যপ্রাচ্যের দুবাই পোর্ট।

উল্লেখ্য, গত বছর লয়েডস লিস্টে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৭০তম। ২০০৮ সালে এর অবস্থান ছিল ৯৫তম। এবার ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০১৯’ শীর্ষক ওই তালিকায় চট্টগ্রাম বন্দর ৬৪তম অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। আগামীতে চট্টগ্রাম বন্দরের অবস্থানের আরো উন্নতি ঘটবে বলে বন্দর কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Close
Close