দেশজুড়ে
সেন্ট মার্টিনসে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনস দ্বীপে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবার একটি চালান উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৯) আগস্ট ভোররাত সাড়ে ৪টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়েছে।
কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম সোহেল রানা জানান, সেন্ট মার্টিনস দক্ষিণ পাড়া জঙ্গলের মাটির নিচে বিপুলপরিমাণ ইয়াবা পুঁতে রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে কোস্ট গার্ডের একটি টিম সেখানে অভিযান চালায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর একপর্যায়ে ঝোপের পাশে মাটিতে বিশেষ কায়দায় পুঁতে রাখা কয়েকটি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে সেখানে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, অভিযানের সময় উক্ত স্থানে কোনো মানুষের উপস্থিতি না থাকায় ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট বা সন্দেহজনক কোনো কারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাতে টেকনাফ সীমান্তের ওমর খালে অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান আটক করেছিল কোস্ট গার্ড।