প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সেচ্ছাসেবকলীগ সভাপতির সাথে খাতির করতে চাওয়া ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: এমপির বাসায় মজার মজার কথা বলে লাভ নেই, উপজেলা চেয়ারম্যানের সাথে মজার মজার কথা বলে লাভ নেই। আমি নির্মল রঞ্জন গুহের সাথে খাতির করতে চায় যেহেতু প্রেসিডেন্ট। বিগত দিনে যাদের কোন ভূমিকা নাই, যারা এক সময়ে লাঙ্গল চষছে, যারা এক সময়ে ধান কাটছে এখন তারা নৌকায় প্রবেশ করে বড় বড় ব্যানার ছাপছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে বলে সাভারে এক সভায় মন্তব্য করেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গূহ।
শনিবার(২ অক্টোবর) বিকেল থেকে শুরু হওয়া প্রায় ৬ ঘন্টা ব্যাপী সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে স্বেচ্ছাসেবকলীগের ঢাকা জেলা উত্তরের সভা সম্পন্ন হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েম মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আশীষ কুমার মজুমদার।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্মল রঞ্জন গুহ বলেন, ছাত্রলীগ যারা করে তারা বঙ্গবন্ধুর আদর্শের সাথে প্রতারণা করতে পারে না। আমাদের শত্রু কিন্তু আমরা না।আমরা যারা জয় বাংলা স্লোগান দিয়েছি, ছাত্রলীগের ব্যানার করেছি তাদের একসাথে থাকতে হবে। নেতৃত্ব নিয়ে হয়ত দ্বিমত থাকতে পারে তবে আমরা ভাই ভাই একত্রে থাকতে হবে। আমরা একসাথে থেকে মিছিল করবো। আমাদের প্রতিপক্ষ হচ্ছে জামায়াত এবং বিএনপি। আর ভেতরে খোন্দকার মোশতাকের মত লুকায়িত প্রতিপক্ষ আছে।
বর্ধিত সভায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের উপর জোর প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জামান মোল্লা, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ।
/আরএম