দেশজুড়েপ্রধান শিরোনাম
সু চির সমালোচনায় বাংলাদেশের রোহিঙ্গারা
ঢাকা অর্থনীতি ডেস্ক: রাখাইনে গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক আদালতে অস্বীকার করায় অং সান সু চির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা।
বুধবার (১১ ডিসেম্বর) বিকালে নেদারল্যান্ডের আন্তর্জাতিক বিচারিক আদালতে গাম্বিয়ার মামলার দ্বিতীয় দিনের শুনানিতে বক্তব্য রাখেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চি। এসময় বক্তব্য শোনার জন্য কক্সবাজারের ক্যাম্পগুলোতে টিভির সামনে ভিড় করেন শরণার্থী রোহিঙ্গারা।
গণহত্যার বিষয়টি অস্বীকার করে সু চির দেয়া বক্তব্য শোনার পর ক্ষোভ প্রকাশ করে রোহিঙ্গারা বলেন, আদালতে মিয়ানমারের নেত্রী মিথ্যা কথা বলেছেন।
মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, বেশিরভাগ পুরুষদের হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে, শিশুদের হত্যা করেছে উল্লেখ করে শরনার্থী ক্যাম্পের রোহিঙ্গারা জানান, গণমাধ্যমে এসব তথ্য প্রকাশিত হওয়ায় মিয়ানমারে গণহত্যার চিত্র পুরো বিশ্ব জানে।