করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

সুস্থ না হওয়া পর্যন্ত কারও সঙ্গে দেখা করবেন না খালেদা জিয়া

ঢাকা অর্থনীতি ডেস্ক: সুস্থ না হওয়া পর্যন্ত পরিবার ও চিকিৎসক ছাড়া আর কারো সঙ্গেই দেখা করবেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এমনকি বের হবেন না বাড়ি থেকেও। সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবার ও দলের পক্ষ থেকে একথা জানানো হয়। শারীরিক অসুস্থতার কারণে এবার রমজানে তিনি রোজা রাখতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা জানান তারা।

মানবিক কারণে সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত করলে মুক্তি পেয়ে গুলশানের ভাড়া বাড়ি ফিরোজাতে ওঠেন তিনি। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ১৪ দিনের স্বেচ্ছা সঙ্গত্যাগও পালন করেন। তারপরও দলীয় প্রধানের দেখা পাচ্ছেন না বিএনপির শীর্ষ থেকে তৃণমূলের পর্যায়ের কোন নেতা-কর্মী।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এখনও উইক আছেন তিনি। আমরাও চাইনা দেখা করতে। উনার যে শারীরিক অবস্থা রিকভার করতে কয়েক মাস লাগবে। আমরাও যাচ্ছিনা। এখন তো পলিটিকাল ইস্যুও নাই।’

অন্য কোন কারণ নয়, সুস্থ না হওয়া পর্যন্ত কারো সঙ্গেই বিএনপি চেয়ারপার্সন দেখা করবেন না বলে জানান তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘কেবলমাত্র আমি যাচ্ছি আর আমার ভাইয়ের বউ। আর কেউ আসছেনা। পার্টির কেউ ও কোন আত্মীয়-স্বজনও যাচ্ছেনা। যতক্ষণ পর্যন্ত তার শারীরিক অবস্থার পরিবর্তন না হচ্ছে তার আগ পর্যন্ত তার সঙ্গে কেউ দেখা সাক্ষাৎ করবেনা।’

দুর্নীতি মামলায় কারাগারে যাবার আগে রমজানে দুস্থ-এতিম থেকে শুরু করে পেশাজীবী-রাজনীতিক-সুশীল সমাজের প্রতিনিধি-ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিকদের সঙ্গে ইফতার করেছেন। কিন্তু এবার তিনি রোজা পালন করতে শারীরিকভাবে সক্ষম নন বলে মনে করেন তারা।

সেলিমা ইসলাম আরও বলেন, ‘সে তো আর বাইরে যেতে পারবেনা। ইফতারও বাইরে করতে পারবেনা। তার শারীরিক অবস্থা যেমন বাইরে যাওয়ার মত অবস্থা নাই।’

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, ‘আমার কাছে মনে হয়না তিনি রোজা রাখতে পারবেন। কিন্তু তিনি কো আবার অনেক স্ট্রং মাইন্ডেড মানুষ, আবার উইল পাওয়ারও অনেক উনার। রোজা রাখতেও পারেন তিনি।

করোনাভাইরাসের কারণে দেশে মৃত্যু ও জনগণের দুর্ভোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্যথিত বলেও জানান তার বোন। # সূত্র-ডিবিসি নিউজ

/এস এম

Related Articles

Leave a Reply

Close
Close