আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
সুশাসন প্রতিষ্ঠা করতেই প্রধানমন্ত্রী অভিযানের নির্দেশনা দিয়েছেন; স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতেই প্রধানমন্ত্রী দুর্নীতি পরায়ণ ও অবৈধভাবে কাজে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের চিহিৃত করে আইনের আওতায় আনতে নির্দেশনা দিয়েছেন, আর সেই অভিযানই চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার দুপুরে সাভারের আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলন্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী এসময় আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ছিলেন। সেটা নিয়ে চলমান প্রক্রিয়া চলছে। এছাড়া যারা দেশে অবৈধ ভাবে টাকা পয়সার মালিক হয়েছে তাদের কেউ আইনের আওতায় আনা হবে।
মন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন অরুনিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক ফারুকুল ইসলাম, মহা ব্যবস্থাপক সৈয়দ হামিদুল করিম,সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মঞ্জুসহ আরো অনেকে।