প্রধান শিরোনামবিনোদন
সুরকার আলাউদ্দিন আলী মারা গেছেন
ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী আর নেই। রোববার (০৯ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে, হঠাৎ করেই শনিবার (০৮ আগস্ট) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।
রোববার (০৯ আগস্ট) দুপুরে আলাউদ্দিন আলীর সহধর্মিণী মিমি আলাউদ্দিন তার শারীরিক অবস্থা বেশ গুরতর বলে জানিয়েছিল। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরেণ্য এ সুরকার আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছেন। ২০১৫ সালে ৩ জুলাই তাকে ব্যাংকক নেয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার ক্যান্সারও ধরা পড়ে। তবে বেশ কিছুদিন ধরেই আলাউদ্দিন আলীর অবস্থা বেশ স্থিতিশীল ছিল।