দেশজুড়েপ্রধান শিরোনাম
সুমির পর সৌদি থেকে এবার দেশে ফিরলেন নির্যাতিত হোসনা
ঢাকা অর্থনীতি ডেস্ক: অবশেষে এবার দেশে ফিরেছেন সৌদি আরবে নির্যাতনের শিকার আরেক নারী হবিগঞ্জের গৃহবধূ হোসনা আক্তার।
বুধবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌছান তিনি। দালালের খপ্পরে পড়ে তাকে নির্যাতনের শিকার হতে হয় বলে জানান এ নারী।
সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজে যাওয়া হবিগঞ্জের হোসনা আক্তার তার ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে সম্প্রতি ভিডিওবার্তা পাঠান তার স্বামীর কাছে। ভিডিওটি তার স্বামী প্রকাশ করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ভিডিওবার্তা ও স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হোসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার।
এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১১টায় সৌদি এয়ার লাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছান তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপপরিচালক আবু হেনা ও তার স্বামী। হোসনা জানান, দালাল শাহিনের কারণেই তাকে সৌদিতে নির্যাতিত হতে হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সরকারি খরচে হোসনাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এর আগে পঞ্চগড়ের সুমি আক্তারও সৌদি আরবের নাজরান এলাকায় নির্যাতনের শিকার হয়ে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে আনার আকুতি জানিয়ে ভিডিও প্রকাশ করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপে গেল ১৫ নভেম্বর তাকে দেশে ফিরিয়ে আনা হয়।