খেলাধুলা

সুপার ক্লাসিকোতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

ঢাকা অর্থনীতি ডেস্ক: বছরের তৃতীয় সুপার ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা।

কোপার ফাইনালের পর অমিমাংসিত থেকে যায় বাছাই পর্বের ম্যাচটি। এরই মধ্যে কাতারের টিকিট কেটেছে নেইমাররা। এই ম্যাচ জিতলে কাতার যাওয়া নিশ্চিত হবে মেসিদের। ম্যাচ শুরু কাল ভোর সাড়ে ৫টায়।

কোপার ফাইনালের পর ব্রাজিল আর্জেন্টিনার দেখা হয়েছিলো আরেকবার। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মাঠে খেলা শুরুর পাঁচ মিনিট পরই স্থানীয় স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে ম্যাচটি স্থগিত হয়। সেটি নিয়ে তদন্ত করছে ফিফা।

এর মাঝেই বাছাইপর্বের ফিরতি লেগে বছরের শেষ ম্যাচে মাঠে নামবে মেসি-কাসেমিরোরা। তবে জাতীয় দলের জার্সিতে মেসি-নেইমারের আরেকটি লড়াই মিস করবে দর্শকরা। পায়ের চোট কাটিয়ে আর্জেন্টাইন অধিনায়কের শুরুর একাদশে ফেরার ঘোষণা আসার পরই জানা যায়, ঊরুর ব্যথায় খেলবেন না ব্রাজিল তারকা নেইমার।

পায়ের পেশির চোটে পিএসজির হয়ে সবশেষ দুই ম্যাচে খেলতে পারেননি মেসি। উরুগুয়ের ম্যাচের আগে মেসির ফিট থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে সতর্কতায় শেষ দিকে মেসিকে বদলি হিসেবে নামান কোচ। ব্রাজিলের বিপক্ষে মেসিকে শুরুর একাদশে ফেরানোর কথা এরই মধ্যে নিশ্চিত করেছেন তিনি।

গত ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে লাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই এ ম্যাচের আগে চাপে নেই সেলেসাওরা। ওদিকে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি জিতে কাতারের টিকেট কাটতে চাইবে আলবিসেলেস্তেরাও।

Related Articles

Leave a Reply

Close
Close