দেশজুড়েপ্রধান শিরোনাম

সুন্দরবনে অপহৃত তিন জেলেকে উদ্ধার; ২ বনদস্যু আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের গহীনে আমড়াতলী ফরেস্ট অফিসের সামনে থেকে বন্দুকসহ ২ বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ মুক্তিপণের দাবিতে অপহৃত ৩ জেলেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ অভিযান চালানো হয়।

আটককৃত বনদস্যুরা হচ্ছে, সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামের আবদুল জলিল গাজীর পুত্র আবদুল মালেক (৩০), খুলনার কয়রা উপজেলার পাথরখালী গ্রামের মৃত জবেদ আলী গাজীর পুত্র আবদুল গাজী (২৭)।

উদ্ধারকৃত জেলেরা হচ্ছে শ্যামনগরের চকবারা গ্রামের রউফ গাজীর পুত্র আবু সাঈদ, চন্ডিপুর গ্রামের মুজিবর মন্ডলের পুত্র আজিবর ও কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের নুরুজ্জামান গাজীর পুত্র আমিরুল।

অস্ত্রসহ আটককৃত বনদস্যুদের শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাজী নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরের কৈখালী কোস্টগার্ডের সিসি আমির হোসেনের নেতৃত্বে ইউপি সদস্য আবদুল হামিদ লাল্টুর সহযোগিতায় অপহৃত জেলেদের উদ্ধারে সুন্দরবনের গহীনে আমড়াতলী নামক এলাকায় অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু সেলিম বাহিনীর সদস্যরা তাদের ওপর গুলিবর্ষণ করতে থাকে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বনদস্যু সেলিম বাহিনী পিছু হঁটে।

এ সময় কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থল থেকে দু’টি ২ নালা বিদেশী বন্দুক, একটি ১ নালা বন্দুক, ২১ রাউন্ড গুলি, ৪টি মোবাইল, ১টি নৌকাসহ ২ বনদস্যুকে আটক করে।

Related Articles

Leave a Reply

Close
Close