বিশ্বজুড়ে
সুদানে শিক্ষক হত্যায় ২৯ গোয়েন্দার মৃত্যুদণ্ড
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সুদানে শিক্ষক হত্যার দায়ে ২৯ গোয়েন্দা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এছাড়া চার গোয়েন্দা কর্মকর্তাকে দেয়া হয়েছে তিন বছরের কারাদণ্ড।
গত জানুয়ারিতে সুদানের প্রেসিডেন্ট ওমার আল বশিরের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়ায় শিক্ষক আহমেদ আল খায়েরকে আটক করা হয়। এরপর ফ্রেবুয়ারিতে গোয়েন্দা হেফাজতে তার মৃত্যু হয়। প্রথমে কারা কর্তৃপক্ষ বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানায়।
তবে তদন্তে মারধরের কারণে মৃত্যুর বিষয়টি বেরিয়ে আসে। আদালতে প্রমাণ হওয়ায় ২৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক সাদক আবদেল রহমান।
/এন এইচ