কৃষিশিল্প-বানিজ্য

সুগার মিল থেকে ৫০ মেট্রিক টন চিনি উধাও !

ঢাকা অর্থনীতি ডেস্ক: কুষ্টিয়া সুগার মিল থেকে ৫০ মেট্রিক টন চিনি উধাও। এ ঘটনায় গোডাউন কিপারকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।

গত মৌসুমে উৎপাদন বন্ধ থাকা কুষ্টিয়া সুগার মিলের গুদামে ১১০ টনের মতো চিনি মজুদ ছিল। গত বৃহস্পতিবার মিলের কর্মকর্তারা স্টক রেজিস্টারের সঙ্গে মজুদ চিনির পরিমান মেলাতে গিয়ে দেখতে পান সেখানে প্রায় ৫০ থেকে ৫২ টন চিনি কম আছে। এ ঘটনায় তাৎক্ষণিক গুদাম কর্তকর্তা ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিনি গায়েবের ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সিবিএ। আর এ ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক।

জিএম প্রশাসন হাবিবুর রহমান বলেন, ‘এই বিষয়টি জানার পরে আমরা তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নিয়েছি এবং তদন্ত কমিটি গঠন করেছি। পাশাপাশি সদর দপ্তরেও জানিয়েছি। পরবর্তীতে এ বিষয়ে তদন্ত কমিটি এবং সদর দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

Related Articles

Leave a Reply

Close
Close