দেশজুড়েপ্রধান শিরোনাম
সীমান্তে ২৫শে ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নিহত ১১
ঢাকা অর্থনীতি ডেস্ক: বিভিন্ন সীমান্তে ২৫শে ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বেড়ে যাওয়াকে অনাকাঙ্খিত বলে মন্তব্য করেন তিনি।
সীমান্তে অনেক সময় নিরীহ বা গরু চোরাচালানের জন্য মানুষ নিহত হচ্ছে। তবে নিহতদের মধ্যে গরু ব্যবসায়ীই বেশি। এ কথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
স্পর্শকাতর সীমান্তে যারা অপরাধে জড়িত, তাদের কঠোর নজরদারিতে রাখা রয়েছে। ১২৬টি বিওপি সীমান্তের আরো কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত জনগোষ্ঠীর জন্য দিনে শিশুদের জন্য স্কুল এবং বয়স্কদের জন্য সন্ধ্যায় প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া পাঁচটি অঞ্চলে ৫০ জনকে স্বাবলম্বী করার পাইলট প্রজেক্ট নেয়া হয়েছে।
করোনাভাইরাস শনাক্তে কোনো প্রয়োজন হলে বিজিবি সহায়তা করবে বলেও জানান তিনি।
/এএস