প্রধান শিরোনামবিশ্বজুড়ে

সীমান্তে সেনাদের মার্শাল আর্ট শেখাতে প্রশিক্ষক পাঠাচ্ছে চীন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সীমান্তে সেনাদের মার্শাল আর্ট শেখাতে প্রশিক্ষক পাঠাচ্ছে চীন। সেনাদের প্রশিক্ষণ দিতে ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে চীনের তিব্বত অংশে পাঠানো হচ্ছে। খবর বিবিসি।

তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চীন। দেশটি এমন সময়ে এই সিদ্ধান্ত নিল যখন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনীর সংঘর্ষের ঘটনায় ২০ ভারতীয সেনা নিহত হয়েছে। এবং আহত হয়েছেন ৭৬ জন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য দেয়া হয়েছে। এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এনবো ফাইট ক্লাবের ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে তিব্বতের রাজধানী লাসায় পাঠানো হবে। তবে তারা ভারত সীমান্তে দায়িত্বে থাকা চীনা সেনাদের প্রশিক্ষণ দেবে কি না এই বিষয়ে কিছু জানায়নি চীন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, এনবো ফাইট ক্লাবের ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে তিব্বতের রাজধানী লাসায় নিয়ে যাওয়া হবে। তবে এ সব মার্শাল আর্ট যোদ্ধা সেনাদের প্রশিক্ষণ দেবে কি না সে বিষয় কিছু জানানো হয়নি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close