দেশজুড়ে

সীমান্তে বিজিবি সদস্য হত্যা বিচ্ছিন্ন ঘটনা: খালিদ মাহমুদ

ঢাকা অর্থনীতি ডেস্ক: সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যের হত্যা বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অবশ্য বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি প্রণয় ভার্মা।

নৌপরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন, নৌপথসহ সবক্ষেত্রে অন-অ্যারাইভাল ভিসা পদ্ধতি চালু নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে। দ্রুতই এ নিয়ে সুখবর আসতে পারে।

এ সময় খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের পায়রা ও মাতারবাড়ী বন্দরে ভারত বিনিয়োগে আগ্রহী।

প্রসঙ্গত, গতকাল সোমবার যশোরের বেনাপোল উপজেলার ধান্যখোলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বিজিবি সদস্য নিহত হন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close