দেশজুড়ে

সীমান্তে বিএসএফ-বিজিবির সম্পর্ক আরও ভালো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সম্পর্ক ভবিষ্যতে আরও ভালো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক শেষে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় এবং দু’দেশের জনগণের মধ্যকার সম্পর্ককে আরও বন্ধুত্বপূর্ণ করার বিষয়ে আলোচনা হয়েছে। সেই সাথে দু’দেশের নিরাপত্তা বিষয়েও আলোচনা হয়েছে।

এর আগে ২০২৩ সালে ভারত ১৬ লাখ ভিসা দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একদিনে সাত হাজার ভিসা দিয়েছে নয়াদিল্লি। সামনে ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হবে। আরও বেশি পরিমাণ ভিসা দেয়া হবে।

সরকার কূটনৈতিকভাবে কোনো চাপে নেই উল্লেখ করে তিনি বলেন, সরকার নিজের মতো করে চলছে। আগামীতেও কোনো চাপ আসতে পারে বলে মনে করি না।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close