দেশজুড়েপ্রধান শিরোনাম
সীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় বিস্ফোরণ: নিহত ৫
ঢাকা অর্থনীতি ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ হয়েছেন আরো অনেকে।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদৎ হোসেন বিস্ফোরণে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অক্সিজেন কারখানায় আগুন লাগার খবরে প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও পরে আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মোট ৯টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ মুহূর্তে বলা যাচ্ছে না। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিস্ফোরণে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। এ ছাড়া ৩০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতদের অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করছে। ফায়ার সার্ভিসের একঘণ্টার চেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণে এলেও বিস্ফোরণ সম্পর্কে এখনই তেমন কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ অক্সিজেন প্ল্যান্ট থেকে পৌনে এক কিলোমিটার দূরে বি এম কন্টেইনার ডিপোতে গত বছরের ৪ জুন রাতে বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছিলেন।