দেশজুড়ে
সিলেটে ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ এর আওতাধীন সিলেটের সীমান্ত এলাকা গত দেড় বছরে উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার দুপুরে নগরীর আখালিয়াস্থ ১৯ বিজিবির বাস্কেটবল গ্রাউন্ডে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মূল্য প্রায় ১৭ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবি কর্মকর্তারা জানান, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ২০১৮ সালের ৫ মে থেকে চলতি বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত এসব মাদকদ্রব্য উদ্ধার করে। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের হুইস্কি, ফেনসিডিল, বিয়ার, গাঁজা, ইয়াবা, বিড়ি ও সিগারেট।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, সিলেট সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন প্রমুখ।
/এন এইচ