দেশজুড়েপ্রধান শিরোনাম

সিলেটে আইসোলেশনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারীর মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন যুক্তরাজ্য ফেরত এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই নারীর বয়স আনুমানিক ৬১ বছর। রোববার(২২ মার্চ) ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হীমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, শহীদ শামসুদ্দীন হাসপাতালের করোনা ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি করোনা আক্রান্ত এমন সন্দেহে হাসাপতালে ভর্তি হয়েছিলেন। কোনো পরীক্ষা-নিরীক্ষার আগেই তার মৃত্যু হয়।

জানা গেছে, যুক্তরাজ্যের লন্ডন ফেরত ওই নারী নগরের শামীমাবাদ আবাসিক এলাকার বাসিন্দা। ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর তার জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ২০ মার্চ থেকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়।

সূত্র মতে, আইইডিসিআর থেকে লোক এসে ওই নারীর রক্তের নমুনা নেয়ার কথা ছিল। কিন্তু নমুনা নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ৪ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে একজনের মৃত্যু হলো। বাকিদের মধ্যে সৌদি ফেরত এক নারী ও কিশোরসহ এখনো তিনজন চিকিৎসাধীন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close