দেশজুড়েপ্রধান শিরোনাম

সিলেটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিলেটের কুমারগাঁও ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট বিভাগ।

সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শওকত আলী জানান, সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, সকাল ১১টা ২০ মিনিটে কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগে।

পিডিবির নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান বলেন, প্রথমে একটি ছোট গ্রিডে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন বাসের মাধ্যমে অন্য গ্রিডে চলে যায়। ৪-৫টি ট্রান্সফরমার সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত।

পিডিবি সূত্রে জানা গেছে, প্রথমে ২০ মেগাওয়াটের প্লান্টে আগুন লাগে। পরে সেটি ২২৫ গ্রিডের প্লান্টে ছড়িয়ে পড়ে। এরপর আরো কয়েকটি গ্রিডে আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন, প্রতিটি ট্রান্সফরমারের দাম ৫-৬ কোটি টাকা। এ ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে। পুরো স্টেশন আবার সেটআপ করতে হবে। আমরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close