খেলাধুলা

সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা প্লাটুন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রাম পর্বের শেষ দিন প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা প্লাটুন।

সিলেটের তোলা ১৭৪ রান ৯ বল বাকি থাকতে পেরিয়ে যায় ঢাকা। ব্যাট বল হাতে অলরাউন্ড পারফরমেন্সে টানা দুই ম্যাচে, ম্যান অফ দ্যা ম্যাচ মাহেদি।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। প্রথম বলেই তা বুমেরাং বানিয়ে ফেলেন আন্দ্রে ফ্লেচার। গেল ম্যাচে যেখানে শেষ, জনসন চার্লস এদিন শুরুটা করলেন যেন সেখান থেকেই।

পাওয়ারপ্লে’তে রান তোলার দায়িত্বটা পালন করেছেন পুরোপুরি। সপ্তম ওভারের শুরুতেই মজিদ ফিরলেও থামেননি চার্লস। ১০ ওভারে সিলেটের বোর্ডে রান ৯১, যার ৭২ রানই ক্যারিবিয়ানের।

এরপরও সিলেটকে ব্যকফুটে ঠেলে দেন দুই পাকিস্তানি লেগ স্পিনার। শাদাব খান ফেরান চার্লসকে, আফ্রিদির শিকার হন মোসাদ্দেক হোসেন সৈকত।

দায়িত্ব নেন মো. মিঠুন ও আজকের ম্যাচেই দলে ঢোকা শেরফান রাদারফোর্ড। দুজনের অবিচ্ছিন্ন ৬৫ রানের জোট। ক্যারিবিয়ানের ৩৯ সঙ্গে মিঠুনের ৪৯-এ সিলেটের টোটাল দাঁড়ায় ১৭৪।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ফ্লাইং স্টার্ট পায় ঢাকা। পাওয়ারপ্লে’তে হারাতে হয়নি কোন উইকেট। তামিম-এনামুলের ব্যাটে অ্যাটাকিং ক্রিকেট। দুজনে মিলে ছয় ওভারে তোলেন ৪৯। বিজয় ফিরলেও ১০ ওভারে জমা ৮৪ রান।

অ্যাটাকিং টি-টুয়েন্টি বোলারের অভাব সিলেট দলে। দুর্বলতাটা ঠিকঠাক কাজে লাগিয়েছেন মাহেদি আর তামিম। বিপিএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রান পূর্ণ করেছেন। ফিফটি তুলে দলকে দিয়েছেন জয়ের ভিত্তি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close