দেশজুড়েপ্রধান শিরোনাম
সিরিয়াল কিলার বাবুর কাছে মাছ ধরার চেয়ে হত্যা করা সহজ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নাটোর, নওগাঁ এবং টাঙ্গাইল জেলার আটটি হত্যাকাণ্ডে জড়িত দুর্ধর্ষ সিরিয়াল কিলার বাবু শেখকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশের চৌকস টিম।
রবিবার(২০ অক্টোবর) বেলা ১১টায় নাটোর জেলা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার পিপিএম বার এ তথ্য প্রকাশ করেন।
গত ১৬ অক্টোবর লিটন ও আসাদুলকে নাটোর রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বাবু শেখ নওগাঁ জেলার রানীনগর থানার হরিশপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৭ সাল থেকে নওগাঁ জেলায় হত্যাকাণ্ড শুরু করে বাবু শেখ। তারপর টাঙ্গাইলে মির্জাপুর থানার বাঁশতৈল এলাকার রুপ বানু ও সখিপুর থানার তক্তারচালা এলাকার সমলাকে হত্যা করে। ২০১৪ সালে নাটোরের নলডাঙ্গার স্কুলছাত্রী মরিয়ম খাতুন লাবনীকে (১৩) ধর্ষণসহ হত্যা, লালপুরের সাবিনা পারভীন সাহেরা, বাগাতিপাড়ার রেহানা বেগম, বাঁশিলা পূর্বপাড়ার আমেনা বেওয়া ও সিংড়া থানার বিগলগলিয়া এলাকার শেফালী খাতুনসহ ৮টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটায় বাবু শেখ। বাবু শেখকে গ্রেফতারের পর ৮টি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়।
বাবু শেখ তার জবানবন্দিতে বলেন নওগাঁ জেলার ১টি, টাঙ্গাইল জেলার ২টি ও নাটোর জেলার ৫টি নারী হত্যাকাণ্ডে সে জড়িত ছিল।
নাটোর পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে সিরিয়াল কিলার বাবু শেখ জানায় মাছ ধরার চেয়ে হত্যা করা অনেক সহজ।
/এসএমটি