বিশ্বজুড়ে
সিরিয়ার হামলায় কুর্দি নেত্রী নিহত
ঢাকা অর্থনীতি ডেস্ক: সিরিয়ায় হাভরিন খালাফ নামে একজন সিনিয়র কুর্দি রাজনৈতিক নেত্রী নিহত হয়েছেন।
শনিবার ( ১৩ অক্টোবর) উত্তর সিরিয়ার একটি এলাকা দখলে নেয়ার সময় তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে কুর্দিদের কয়েকটি সংবাদমাধ্যম।
খলাফ সিরিয়ার ফিউচার পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। ফিউচার পার্টির বিবৃতিতে বলা হয়েছে, নিজের রাজনৈতিক ও দেশপ্রমের দায়িত্ব পালনের সময় তিনি শহীদ হয়েছেন। পেশাগতভাবে খালাফ একজন ইঞ্জিনিয়ার ছিলেন।
কুর্দিস্তান টোয়েন্টিফোর জানিয়েছে, স্থানীয় কামিশলো শহরের নিয়ন্ত্রণ নেয়ার সময় তুর্কি সমর্থিত বিদ্রোহীরা যে হামলা চালায় তাতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এরমধ্যে কালাফও ছিলেন।
ফিউচার পার্টির নেতা নোবাহার মোস্তফা জানান, খালাফ জাজিরা থেকে আইন ইসসা হয়ে রাক্কায় যাচ্ছিলেন। পথে বিদ্রোহীরা তার প্রাইভেটকার থামিয়ে তাতে থাকা সবাইকে হত্যা করে।