দেশজুড়েপ্রধান শিরোনাম
সিরাজগঞ্জে ১ পা ও লিঙ্গবিহীন অদ্ভুত শিশুর জন্ম
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অদ্ভুত এক শিশুর জন্ম হয়েছে। শিশুটির পায়খানা ও প্রসাবের দ্বার নেই। এছাড়া নেই একটি পা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামে ওই শিশুটি জন্ম নেয়।
বিলচতল গ্রামের গৃহবধূ বিথী আকতার শিশুটির জন্ম দিয়েছেন। শিশুটির বাবা ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আবু জাফর। এটি তাদের প্রথম সন্তান।
পরিবারিক সূত্রে জানা যায়, অদ্ভুদ শিশুটির পায়খানা ও প্রসাবের দ্বার নেই। এছাড়া একটি পা নেই। তবে একটি পা থাকলেও সেটি বিকলাঙ্গ। যার কারণে শিশুটির লিঙ্গ বোঝা যাচ্ছে না। পরিবারের সদস্যরা এ পর্যন্ত তার লিঙ্গ শনাক্ত করতে পারেনি।
মঙ্গলবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবিত ও শরীরের অন্যান্য অঙ্গ স্বাভাবিক রয়েছে।
মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করে জানান, অদ্ভুদ শিশুটি জন্মের পরেই এ খবর এলাকায় ছড়িয়ে পরে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে দেখতে ওই বাড়িতে ভিড় করছে।