দেশজুড়ে

সিন্ডিকেট করে চালের দাম বাড়ালে চরম মূল্য দিতে হবে: খাদ্যমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কোনো ব্যবসায়ী এই মহূর্তে সিন্ডিকেট করে চালের দাম বাড়ানোর চেষ্টা করলে তাকে ছাড় দেয়া হবে না। ব্যবসায়ীদের চরম মূল্য দিতে হবে।

রোববার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলায় প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের এই দুর্ভোগে মানুষের সেবা করার সময়। নিজেদের সুবিধার জন্য কোনো চাল ব্যবসায়ী বা মিলাররা যদি চালের বাজার বাড়িয়ে দিয়ে ভোক্তাদের কষ্ট দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, যেসব চালকল মালিক গত মৌসুমে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও চাল দেননি তাদের এক থেকে তিন বছর মেয়াদের শাস্তির ব্যবস্থা করা হবে। চাল উৎপাদন ক্ষমতার ওপর নির্ভর করে আগামীতে আবারো সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন চালকল মালিকরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা চেয়ারম্যান শাজাহান হোসেন চৌধুরী ও ইউএনও কল্যাণ চৌধুরী প্রমুখ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Jak připravit dokonalé pečené kuře: neexistuje lepší recept než od Jaký obrázek jste
Close
Close