দেশজুড়েপ্রধান শিরোনামস্বাস্থ্য
সিটি করপোরেশন এলাকায় ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানের প্রস্তুতি চলছে; শিক্ষামন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্ক: শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (০৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- কখন থেকে টিকা দেয়া শুরু হবে তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে তার মন্ত্রণালয়ের আলোচনা চলছে।
এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন,’১২ বছরের অধিক যারা তাদেরকে শুধুমাত্র একটি টিকাই দেবার সুযোগ রয়েছে। সেটিও যে কোন জায়গায় দেয়া যাবে না। তারও কারিগরি বিশেষ কিছু প্রয়োজনীয়তার দিক রয়েছে। শুধুমাত্র সিটি কর্পোরেশনের কিছু এলাকায় হয়তো সেটা দেয়া সম্ভব হবে।’