বিশ্বজুড়ে

সিঙ্গাপুরে দেয়াল ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিঙ্গাপুরে দেয়াল ধসে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। ৩৮ বছর বয়সী ওই বাংলাদেশি প্রবাসীর নাম রিপন।

পুলিশ জানায়, বুধবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে এই দুর্ঘটনার খবর তাদের কাছে পৌঁছায়। এরপর স্থানীয় ট্যান টক সেং হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ওই এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।মানবসম্পদ মন্ত্রণালয় বলছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

রিপন এসিএস প্রাইমারি স্কুলের দেয়াল সংস্কারের কাজে সহায়তা করছিলেন। অভিবাসী শ্রমিক কেন্দ্রের চেয়ারম্যান ইয়ো গুয়াত কোয়াং রিপনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য যথাযথ কর্তৃপক্ষ, নিয়োগদাতা ও বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে অভিবাসী শ্রমিক কেন্দ্র যোগাযোগ করছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে একই দিনে (২২ নভেম্বর) সিঙ্গাপুরের সেংক্যাংয়ে একটি নির্মাণাধীন স্থলে ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিলো।

Related Articles

Leave a Reply

Close
Close