ঢাকা অর্থনীতি ডেস্কঃ আকস্মিক ভারি বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে ভারতের সিকিমের উত্তরাঞ্চল। এতে আটকা পড়েছে প্রায় ৩শ’ পর্যটক। আটকে থাকাদের মধ্যে বাংলাদেশি পর্যটক আছে কি না সেবিষয়ে এখনো কিছু জানা যায়নি।
বহু পর্যটককে বিপজ্জনক লাচুং ও জেমা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সড়ক চলাচলের যোগ্য হলে তাদের গ্যাংটকে সরিয়ে নেয়া হবে বলে জানা যায়। বিপজ্জনক অবস্থায় রয়েছে তিস্তা নদীর দুই ধারের গ্রাম আর শহরের বহু মানুষ। তাদেরকে দ্রুত এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সিকিম প্রশাসন।
পরিস্থিতির অবনতি হতে থাকায় পুরো রাজ্যে জরুরী সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বিশেষ করে চুংথাং, সিংতামসহ কয়েক জেলার মানুষকে দুর্যোগ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।