দেশজুড়ে

সিংহের সংসারে নতুন অতিথি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহ পরিবারের নতুন অতিথির আগমন হয়েছে। গত ৪ মে সিংহ শাবকের জন্ম হলেও প্রাকৃতিক নিয়মের কারণে দীর্ঘদিন পর শনিবার জনসম্মুখে বিষয়টি গণমাধ্যমে জানায় কর্তৃপক্ষ। এ নিয়ে পার্কে সিংহের সংখ্যা দাঁড়ালো ১৫টিতে। ইতোপূর্বেও এ পার্কে একাধিকবার সিংহ শাবকের জন্ম হয়েছে।

সাফারি পার্কের বন্যপ্রাণি পরিদর্শক সারোয়ার হোসেন খান বলেন, সিংহ শাবকের জন্মের সময় বাচ্চাদের সাধারণত চোখ ফুটেনা। এদের চোখ ফুটতে ৩-১১দিন সময় লাগে। জন্মের সময় এদের ওজন ১-৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। এসময় সিংহ শাবককে জঙ্গলের আড়ালে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখে এবং সেখানে অন্যসঙ্গীদের পর্যন্ত যেতে দেয় না। শাবকরা ১০-১৫ দিনে হাঁটতে শেখে। ৪-৫ মাস বয়স থেকে মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার খাওয়ানো শেখানো হয়। এরা প্রায় বছর দুয়েক পর্যন্ত মায়ের কাছাকাছি থাকে। এদের প্রধান খাদ্য গো মাংস।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিবুর রহমান জানান, এ পার্কে আফ্রিকা থেকে কয়েক দফায় বেশ কয়েকটি সিংহ আনা হয়েছিল। এদের মধ্য থেকে একাধিকবার শাবক জন্ম হয়েছে। গত ৪ মে মাদী সিংহ একটি শাবকের জন্ম দেয়। কিন্তু সিংহের চরিত্রগত বৈশিষ্ট্যের কারণে জন্মের পর শাবকটিকে লুকিয়ে রাখে। এজন্য জনসম্মুখে এর দেখা মেলেনি। পরে প্রথমবারের মতো শনিবার প্রকাশ্যে শাবকসহ মাকে কোর সাফারির বেষ্টনীর মধ্যে ঘুরাফেরা করতে দেখা যায়। এনিয়ে পার্কে সিংহের সংখ্যা দাঁড়ালো ১৫টিতে। এর মধ্যে ৮টি মাদী ও ৭টি পুরুষ। নতুন জন্ম নেয়া শাবকটিও পুরুষ সিংহ। এ পর্যন্ত সাফারি পার্কে ৯টি সিংহ শাবকের জন্ম হয়েছে। তবে বিভিন্ন ধাপে এ পার্ক থেকে জাতীয় চিড়িয়াখানায় ৪টি সিংহ সরবরাহ করা হয়েছে।

 

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close