দেশজুড়ে

সিংগাইরে চাল-আলু নিয়ে কর্মহীন মানুষের দরজায়; তৈয়ব আলী

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ফোর্ড নগর গ্রামের করোনা ভাইরাসে লকডাউনে থাকা ২২৪টি অসহায় পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সমাজ সেবক মোঃ তৈয়ব আলী খান ।

রবিবার (৫ই এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত ১নং ওয়ার্ডের মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়।

এসময় প্রতি পরিবারকে ২কেজি চাল, ১কেজি আলু ও একটি করে সাবান দেয়া হয়।এসময় ২২৪টি পরিবারকে খাদ্যসামগ্রী পৌছে দিতে তার নিজ পরিবারের সদস্যরাসহ বিভিন্ন গ্রামের স্বেচ্ছাসেবক যুবকরা সহযোগিতা করেন ।

সমাজ সেবক মোঃ তৈয়ব আলী খান বলেন, করোনার কারনে মানুষ বেকার বসে আছে। অনেকের ঘড়ে খাবার নেই। এসমাজে যারা দুস্থ, অসহায়, ছিন্নমূল ও কর্মহীন সুবিধাবঞ্চিত রয়েছে তাদের পাশে দাড়ানোই আমার মূল লক্ষ্য। তিনি আরও বলেন,সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছি ও সামাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তিনি।

Related Articles

Leave a Reply

1. Křenová omáčka - tradiční recept pro podtržení Snoubenec připravil šťavnatou dušenou pečeni s Zimní řepa tety Boženky: Tajemství božské chuti pomocí Skvělý recept na takový chřest, který zmizí z Nový způsob přípravy kdoulové šťávy bez Jak zahušťovat omáčku - zde jsou spolehlivé metody! "Domácí recept na sladký broskvový džem: Okurkový salát: rychlá večeře bez nudy Co je to Červená řepa na zimu: dědečkovy Vytáhněte tyto ingredience z lednice a vytvořte si nejlahodnější Sýrová polévka se špenátem Takovou lahůdku ve Hřebíčková omáčka pro dokonale českou chuť Moje oblíbené jídlo: Recept, který jsem jednou udělala a Perfektní chuť houbových receptů: Klíč k dokonalé marinádě Jak připravit rajčatovou omáčku na pizzu? Nejlepší recept na nakládané papriky: klíčem jsou správné poměry! Levná a Pečené hovězí plátky jsou Rýžová omáčka Poslední okamžik:
Close
Close