আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
সাড়ে ৪ ঘন্টা পর আশুলিয়ায় কারখানার আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক: সর্বশেষ ফায়ার সার্ভিসের ৯ ইউনিট সাড়ে ৪ ঘন্টার চেষ্টায় আশুলিয়ার প্যাক্সার বাংলাদেশে লিমিডেট ইউনিট-২ কারখানার আগুন নিয়ন্ত্রণে করেছে।
রোববার ভোর রাত ৩ টার সময় আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, ৫ ভবনের কারখানার ২য়তলায় আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ খুজে পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে। তবে ৩য় তলায় লেভেল ও কাপড়ের মজুদ ছিলো। ফলে আগুন ছড়ানো সম্ভবনা ছিল। তবে ফায়ার সার্ভিসের অক্লান্ত চেষ্টা সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। পরে ৩ য় তলায় কোন আগুনের শিখা রয়েছে কিনা, তা দীর্ঘ সময় ধরে তল্লাশী চালিয়ে নিশ্চিত হওয়ার পরই আগুন নিয়ন্ত্রণে ঘোষণা দেয়া হয়। এদিকে আগুনের ঘটনায় কোন হতাহতের খবর নেই বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শনিবার সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ডিইপিজেডে প্যাক্সার বিডি লিমিডেট নামে কারখানার আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আশুলিয়ার ডিইউপিজেডের ৫ টি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতায় সাভার থেকে আরও ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বহুতল ভবনে উঠার জন্য ফায়ার সার্ভিসের আরেক বিশেষ ইউনিট যুক্ত হয়।