করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম
সারা দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৭২, শনাক্ত ৭,২৪৮
ঢাকা অর্থনীতি ডেস্ক: কোভিড-১৯ সংক্রমণের ৫২৯তম দিনে সারা দেশে ১৭২ জনের মৃত্যু। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭১৯ জন।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে।
বুধবার (১৮ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৯ জন। যাদের মধ্যে ৪ জনের করোনা পজিটিভ আর বাকিদের উপসর্গ ছিল। হাসপাতালটির দেয়া তথ্য মতে, জেলায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক চার-চার শতাংশ। এছাড়াও করোনা ও উপসর্গে ময়মনসিংহে ১০, ফরিদপুর ৪, খুলনা ৪, কুষ্টিয়া ৪, মৌলভীবাজার ও শেরপুরে ২ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
/ আর এইচ এস