করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম
সারা দেশে ২৪ ঘণ্টায় কমেছে করোনা শনাক্ত ও মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশে করোনাভাইরাস দিনে দিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭৯ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৬২ জন।
বুধবার (০১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
/আর এইচ এসা